লোহাগাড়ায় একজনকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৯

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই লাভলুর কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত শাহ আলম উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালিয়াঘোনা এলাকার বাসিন্দা। আজ সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাই মনির হোসেন জানান, নিহত শাহ আলম দোকানে যাওয়ার সময় রাস্তার মধ্যে বালির বস্তা বিছানো অবস্থা দেখায় চাচাতো ভাই লাভলুকে সরিয়ে দিতে বলে। এতে লাভলু রাগান্বিত হয়ে শাহ আলমকে একাধিকবার কোদাল দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগে থেকেই শাহ আলম ও লাভলুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত