চট্টগ্রামের লোহাগাড়ায় স্বজনের জানাজা নামাজ পড়তে গিয়ে নছিমন গাড়িতে পিষ্ট হয়ে রেজাউল করিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারি হাইওয়ে অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রেজাউল করিম (৪৫) কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্র জানা যায়, স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য তিন ভাই মোটরসাইকেলযোগে বান্দরবান থেকে চকরিয়ায় যাওয়ার সময় পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বাইক থেকে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা নছিমন গাড়িতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে রেজাউল করিম নামে এক ব্যক্তি নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই ) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করে দোহাজারি হাইওয়ে থানায় নিয়ে এসেছি। পরিবারের আবেদনের বিবেচনায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

