পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০: ৩১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের আগে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার এএসআই জুপিটার।

নিহতরা হলেন কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার মাইজ পাড়ার মো. জিহাদ (১৯) ও রাকিব।

তাদের সফরসঙ্গী সাইফুল ইসলাম বলেন, আমরা ৬ বন্ধু রাঙামাটির সাজেক যাওয়ার সময় চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে এলে কক্সবাজার অভিমুখী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আরোহী দুজনকে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘাতক পিকআপটি বান্দরবান জেলার আজিজনগর ইউনিয়নে প্রবেশ করলে আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ ঘাতক ট্রাকচালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক এবং ঘাতক পিকআপটি জব্দ করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত