উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার(১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পুরাতন বিওসি এলাকার সুজুকি শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার ফারুকের পুত্র মো. সোহেল (২৫), অপরজন চট্টগ্রাম জেলার ভূজপুর এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)। নিহত সোহেল চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক। অপরজন কর্মচারী, চাকরি শেষ করে চকরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়কে হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় দুইজন রাস্তায় পড়ে আছে। পরে লোহাগাড়া থানা ও দোহাজারী হাইওয়ে থানার একটি টিম
ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইকটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার(১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পুরাতন বিওসি এলাকার সুজুকি শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার ফারুকের পুত্র মো. সোহেল (২৫), অপরজন চট্টগ্রাম জেলার ভূজপুর এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)। নিহত সোহেল চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক। অপরজন কর্মচারী, চাকরি শেষ করে চকরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়কে হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় দুইজন রাস্তায় পড়ে আছে। পরে লোহাগাড়া থানা ও দোহাজারী হাইওয়ে থানার একটি টিম
ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইকটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৯ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৫ মিনিট আগে