নাসিরনগরে আ.লীগ নেতা জিতু মিয়া গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০: ৩৫
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২: ৪০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার রাত নয়টায় নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন শাহ আলম পাঠান নামে এক ব্যক্তি। ওই মামলার ২৮নং এজাহারভুক্ত আসামি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়া।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, মো. জিতু মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত