জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান

৩০ শহীদ পরিবারকে জেলা পরিষদের অনুদান

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৩ মে ২০২৫, ২১: ২৬

চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অনুকূলে আর্থিক অনুদান দিয়েছে চাঁদপুর জেলা পরিষদ।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ শহীদ পরিবারের সদস্যদের নিকট ৫৯ লাখ টাকা অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরীসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত