আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের রাস্তা অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের রাস্তা অবরোধ
ছবি: আমার দেশ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় অবরোধ করেছে সংগঠনটি। রোববার দুপুর আড়াইটা থেকে সংগঠনটির নেতারা নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে।

সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের ব্যানারে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, রেড জুলাই, বৈষম্য বিরোধী আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সেখানে দেখা গেছে।
এসময় তারা নতুন ব্রিজ এলাকার মুখে মহাসড়কে বসে তুমি কে, আমি কে? হাদি, হাদি, আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে? দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা, নারায়ে তাকবীর, আল্লাহ আকবরসহ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে। মাথায় পতাকা বেঁধে দলে দলে সেখানে আরো অনেক নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশে রয়েছেন নারীরা। এছাড়াও নারীদের সাথে অনেক শিশুরাও অংশ নিয়েছেন হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত অবরোধ কর্মসূচিতে। এসময় তারা উই ওয়ান্ট জাস্টিস, হাদি হত্যার বিচার চাই, ইনকিলাব জিন্দাবাদসহ নানা ধরনের দাবি প্ল্যাকার্ডে লিখে সামনে প্রদর্শন করছে।

বিজ্ঞাপন

এদিকে ইনকিলাব মঞ্চের অবরোধে দক্ষিণ চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অসংখ্য বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোসহ যানবাহন নতুন ব্রিজ সংলগ্ন গোলচত্বরে আটকা পড়েছে। এসময় আশেপাশের সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ। আয়োজকরা জানান, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও জুলাইয়ে মহানায়ক শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও টানা কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আজ থেকে তারা অবরোধ শুরু করেছে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

বিক্ষোভকারীরা জানান, হাদির হত্যাকারীদের পালাতে দিয়ে চার্জশিট দেওয়ার কোনো অর্থ নেই। এখনও অন্তর্বর্তীকালীন সরকারের টনক নড়েনি। আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার বিচার চেয়ে আমরা শাটডাউন কর্মসূচিতে, যাব শীঘ্রই।

কর্মসূচিতে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...