পর্যটকদের মৃত্যুঝুঁকি নিরসনে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৮: ০৪

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে গোসলে নামা পর্যটকদের মৃত্যুর হার দিন দিন বাড়ছে। কুরবানির ঈদের পর থেকে এ পর্যন্ত অন্তত ৯ পর্যটকের সমুদ্রে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। এদের মধ্যে এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

পর্যটকদের এই মৃত্যুঝুঁকি নিরসনে রোববার থেকে কক্সবাজারে শুরু হয়েছে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালায় সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর প্রদানে দক্ষ একটি পুল গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

সুত্র মতে, সমুদ্র সৈকতে নির্দেশনা অমান্য করে কিংবা অসতর্কতাবশত কোন পর্যটক পানিতে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এক্ষেত্রে উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, ক্ষেত্রবিশেষে সিপিআর প্রদান করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।

পর্যটকদের জন্য নিরাপদ সী-বিচ গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এ উদ্যোগটি বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা করা হচ্ছে।

চারদিনের এ প্রশিক্ষণে ১০৭ জনকে ৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণ টিম গঠন করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. আজিম খান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত