বান্দরবানে এসএসসির ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৮: ০৯

২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও বান্দরবান জেলায় শীর্ষস্থান অর্জন করেছে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ‘কোয়ান্টাম কসমো স্কুল’। এ স্কুলের জেনারেল শাখা থেকে ৯৭ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়। তাদের মধ্যে জিপিএ ৫ পায় ১৬ জন।

এ ছাড়া এই স্কুলে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখান থেকে দুই ট্রেডে ৫১ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে ১৪ শিক্ষার্থীই জিপিএ ৫ পায়। এদিকে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল ও তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড ফলাফল ঘোষণা করে।

বিজ্ঞাপন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, লামা উপজেলায় ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি, চারটি মাদরাসার দাখিল ও পাঁচটি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৩৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮৯ জন। এর মধ্যে মাদরাসা পর্যায়ে ২৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৯৩ জন, ফেল করে ৫১ জন, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৭ জন। স্কুলপর্যায়ে ১ হাজার ১১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৬৯৬ জন, ফেল করেছে ৪১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

উপজেলার স্কুল পর্যায়ে চারটি ও মাদরাসা পর্যায়ে একটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করে সরই উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৫ জন। কেউ জিপিএ ৫ পায়নি। পাসের হার শতকরা ২৬ দশমিক ৭৯ জন।

এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সব শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলে এ ফলাফল অর্জিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এখান থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পেয়েছে বলে জানান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত