আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

কুমিল্লার মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের শেষ প্রান্তে সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল জলিলের ছেলে এবং সৌদি প্রবাসী মো. ফাহাদ ছুটিতে বাড়িতে ছিলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তাঁর মা, ছোট ভাই এবং তাকে বেঁধে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে তারা ১০ হাজার টাকা নগদ অর্থ, সৌদি আরবের তিন হাজার রিয়াল, তিনটি মোবাইল ফোন, প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দৈনিক আমার দেশকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন