আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সার্ভার সমস্যায় আটকে গেছে আবেদন, ভিডব্লিউবি সময় বাড়ানোর দাবি

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
সার্ভার সমস্যায় আটকে গেছে আবেদন, ভিডব্লিউবি সময় বাড়ানোর দাবি

মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্ভার সমস্যার কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সব ইউনিয়নের স্থানীয়দের জন্য সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) আবেদন কার্যক্রম সার্ভার সমস্যায় আটকে আছে আবেদন। ফলে দরিদ্র ও অসহায় নারীভোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন আবেদন সময়সীমা ১২ মে শেষ হচ্ছে। স্থানীয়দের দাবি ভিডব্লিউবি সময়সীমা আরও বাড়াতে হবে অন্যথায় এই বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত হবে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার সাধারণ নারীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, উখিয়া টেকনাফের বরাদ্দকৃত ৪০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য ভিডব্লিউবি ২০২৫-২৬ সালের নবায়নযোগ্য আবেদন অনলাইনের মাধ্যমে গত ৬ মে থেকে ১২ মে শেষ হচ্ছে। কিন্তু গত কয়েকদিন ধরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্ভার অচল হয়ে পড়ায় কয়েকটি আবেদন গ্রহণ করা হলেও বেশিরভাগ আবেদন হচ্ছে না। গত ৬ মে শুরু হয়ে শেষ হচ্ছে আজ ১২ মে।

স্থানীয় একাধিক ভুক্তভোগী নারী জানান, রোহিঙ্গা আগমনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষ তাই বিশেষ বরাদ্দ ভিডাব্লিউবি চালের আবেদন করতে এসেও ফিরে যেতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা আবেদনের জন্য লাইন ধরেও আবেদন করতে পারি নাই। এই সার্ভারের সমস্যা সমাধান না হওয়ায় আবেদনও করতে পারি নাই। সার্ভারের সমস্যা সমাধান করে আবেদনের সময়সীমা বাড়াতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।

সিকদারবিল এলাকার মমতাজ বেগম জানান, দিনদিন খরচ বাড়ছে, অথচ ঘরে চাল নেই। সরকারি সহযোগিতা পাওয়ার আশায় অনলাইনে আবেদন করতে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। আবার অনেকেই কয়েকবার গিয়েও কোনো সুরাহা পাননি। আবেদন করতে না পারলে জীবনে বেঁচে থেকে লাভ নাই।

রাজাপালং ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ডা. জহির আহমদ জানান, বিশেষ বরাদ্দ চালের জন্য হতদরিদ্র নারীরা দিনের পর দিন বিভিন্ন দোকানে দাঁড়িয়ে থেকে সার্ভার সমস্যার কারণে অনলাইনে আবেদন করতে পারছে না। তাই এই আবেদনের সময়সীমা বাড়াতে হবে।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী জানান, আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ আছে সাড়ে ৬ হাজার কিন্তু আবেদন হয়েছে ২৬ শত, তাও সবাই গ্রহণযোগ্য না। তাই আমার তার্গেট সম্পূর্ণ হতে হলে মিনিমাম ৮ হাজার আবেদন হতে হবে। সোমবার আবেদন শেষ হলে এটা সম্ভব হবে। আমাদের দাবি এই আবেদনের সময়সীমা বাড়াতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান জানান, সার্ভার সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এভাবে আবেদন কার্যক্রম চলবে৷ আমরা কেন্দ্রে জানিয়েছি এই আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য কিন্তু এখন পর্যন্ত কোনোকিছু জানায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন