বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের চাঁদপুর-৫ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নেয়ামুল বশির। তিনি এলডিপির প্রেসিডিয়াম সদস্য।
হাজীগঞ্জ উপজেলাধীন ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মজুমদারবাড়ির বাসিন্দা তিনি। পারিবারিকভাবে তিনি ঢাকায় বসবাস করেন।
তফসিল ঘোষণার আগে বা পরে তিনি এ আসনে কোনো ধরনের প্রচারণা বা গণসংযোগ না করলেও নির্বাচনের জন্য জোটের শরিক হিসেবে আসনটিতে মনোনয়ন পেয়েছেন।
রাতে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

