আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে নগরের নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদনও করা হবে।'

প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় চট্টগ্রাম নগরে ছাত্র-জনতার ওপর সরকারি দলের পক্ষ হয়ে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন মো. খোরশেদ আলম। হাসিনার পতনের পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন