টেকনাফে মুজিবের মৃত্যুবার্ষিকী পালন

সাবেক এমপির দুই ছেলেসহ ৪ আ. লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৯: ৫৬

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনের পর টনক নড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও গত ১৫ আগস্ট দিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণের ঘটনার পর রাতেই সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।

এক রাতেই টেকনাফের আলোচিত চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর দুই ছেলেও আছেন। তাদের গ্রেপ্তারের তথ্য শনিবার নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর দুই ছেলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তারেক মাহমুদ রনি এবং টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান।

জানা গেছে, শুক্রবার টেকনাফে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবা‌র্ষিকী‌ উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজনের মাধ্যমে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে এ আয়োজন করা হয়েছিল।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোছাইন আহমদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা হামজা লালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।

ওসি গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে তারা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত