সীতাকুণ্ডে সালাউদ্দিন মনোনয়ন পাওয়ায় আসলাম চৌধুরীর সমর্থকদের ক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০: ৩৫

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনকে প্রত্যাখ্যান করে জরুরি সভা করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে অবস্থান নিয়েছে তারা।

বিজ্ঞাপন

মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন এখনো সীতাকুণ্ডে পৌঁছেননি। মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা বলছেন, তিনি ক্ষুব্ধ নেতাকর্মীদের ভয়ে আসেননি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে ফৌজদারহাট বাদশা ফেয়ারল্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক যৌথ জরুরী সভা ডেকে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

কমিউনিটি সেন্টারে বক্তারা ঘোষণা করেন, দাবি মানা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে। প্রয়োজনে বন্দরনগরী চট্টগ্রামের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। তারা বলেন, আসলাম চৌধুরী ছাড়া এই আসনে আর কাউকে মেনে নেয়া হবে না।

উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জহুরুল আলম জহুর, জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো. মোরছালিন প্রমুখ।

বিএনপির মনোনয়ন ঘোষণার পর চট্টগ্রাম সিটি গেইট থেকে বড়দারোগাহাট পর্যন্ত বিভিন্ন স্পষ্টে মহাসড়কে ব্যারিকেড দিয়ে এবং টায়ারে আগুন দেয় আসলাম সমর্থকরা। রাত সাড়ে ১০টায় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত