লক্ষ্মীপুরের কমলনগরে ‘সরকারি স্বপ্নযাত্রা এম্বুলেন্স’ প্রশাসক মো. শাকিল আহমেদ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সাহেবের হাট ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন। শাকিল শ্বশুর বাড়িতে পরিবারের সদস্যদের সরকারি এম্বুলেন্স ব্যবহার করেন।
ড্রাইভার কামাল বলেন, এম্বুলেন্স নিয়ে প্রশাসক স্যারের পরিবারের সদস্যদের নিয়ে তার ব্যক্তিগত কাজে ফরিদপুর (শ্বশুর) বাড়ি গিয়েছি। তার পরিবারে সদস্যদের ওখানে রেখে ঢাকায় এসে পৌঁছেছি। এম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না, এমন প্রশ্ন জানতে চাইলে ড্রাইভার কামাল বলেন, বিষয়টি স্যার ও সচিবের সাথে আলাপ করেছি। তারা যেতে বলেছে আমি কি করবো..। আমি তো তাদের চাকুরি করি।
সরকারি এম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার ছাড়াও প্রশাসকের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম রয়েছে। প্রশাসক পরিষদের জেলে চাল বিতরণে অর্থ বাজিন্য ও জেলে চাল আটক রেখে পঁচানো, পরিষদের টেক্স সংগ্রহের বহি এবং চাবি তার কাছে আটক রেখে পরিষদের কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।
সচিব সাইফুল ইসলাম বলেন, প্রশাসক তার ব্যক্তিগত কাজে এম্বুলেন্স ব্যবহার করলে আমি কি করবো..। তিনি তার নিজের মত পরিষদের কার্যক্রম চালাচ্ছেন এমন মন্তব্য করেন।
প্রশাসক মো. শাকিল আহমেদ বলেন, তার মেয়ে অসুস্থ থাকায় পরিষদের এম্বুলেন্সে তাকে ফরিদপুর(শ্বশুর)বাড়িতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, প্রশাসক সরকারি এম্বুলেন্সের ব্যক্তিগত ব্যবহার করছে বিষয়টি তার জানা নেই। প্রশাসক তার কোন অনুমতি নেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

