চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় রাতভর টানা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। এতে পাহাড় ধস, নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের এই সকর্ত বার্তা আমলে নিয়ে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। একইসাথে তাদের জন্য দেড় শতাধিক আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় আগের ২৪ ঘণ্টায় নগরে ১৫৩. ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭৬. ৬ মিলিমিটার। তবে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দর এলাকাগুলোতে ৩ নম্বর সকর্ত সংকেত জারি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নগরের আগ্রাবাদ, হালিশহর, শেরশাহ, বায়েজিদ বোস্তামী, টেক্সটাইল, মুরাদপুর, ছোটপুল, চকবাজারের কিছু এলাকায় পানি জমেছে। তবে স্থানীয়রা আশা করছেন, এই পানি দ্রুত খালে নেমে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

