কুমিল্লা মহানগর, জেলা ও মেডিকেল কলেজে ড্যাবের কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৩

শৃঙ্খলাভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কুমিল্লা মহানগর, জেলা ও কুমিল্লা মেডিকেল কলেজ এই তিনটি শাখায় ড্যাব কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

২২ সেপ্টেম্বর রাতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কেন্দ্রীয় কমিটি থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ এই তিনটি শাখা ড্যাবের কমিটির সব কার্যক্রম স্থগিত করা হলো। শৃঙ্খলাভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমের যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ড্যাবের নির্বাচিত নেতৃবৃন্দের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ড্যাব কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় ড্যাব কর্তৃক তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছিল ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব মেডিকেল কলেজ শাখা ও জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ওই প্রতিবাদ সভায় বক্তারা বলেছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজে ক্রয়ে অনেক অনিয়ম হচ্ছে। এই সভা থেকে বলতে চাই‌ আমরা ড্যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা মেনে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার । এই ক্যাম্পাসে কোনো দুর্নীতি অনিয়ম চলবে না। আমরা চাই ক্যাম্পাস ভালো চলুক। নিয়ম-নীতি মেনে টেন্ডার হোক। সকল প্রকার চাঁদাবাজি বন্ধ হোক। আমরা চাই ড্যাবের কোনো সদস্য অনিয়মে জড়িত না হয়। যদি কেউ অনিয়মে জড়িত থাকে তাহলে ড্যাব কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাযথ ব্যবস্থা নেবে। কোনো দুর্নীতিবাজদের জায়গা দেয়া হবে না ।

অভিযোগ উঠে, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মাসুদ পারভেজ এবং ড্যাবের কয়েকজন নেতা মেডিকেল কলেজের টেন্ডার এবং বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত