আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরশুরামের মুহুরী নদী থেকে নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরামের মুহুরী নদী থেকে নারীর লাশ উদ্ধার

পরশুরামের মুহুরী নদী থেকে নাজমা আক্তার (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর বাউরখুমা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

‎‎বৃৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুহুরী নদীর বাউরখুমা বাঘার ঘাটে ওই নারীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

‎‎জানা গেছে, বুধবার রাত ২টার দিকে মায়ের সঙ্গে ঘুমানোর কথা বলে ঘরের অন্য কক্ষে যান নাজমা আক্তার।

‎জয়নাল আবেদীন জানান, ‘আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। রাতে তার কক্ষে ঘুমিয়েছিল নাজমা। সকালে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। বেলা সাড়ে ১১টার দিকে বাঘার ঘাটে মুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখি। ‎জয়নাল আবেদীন পেশায় রাজমিস্ত্রি। জয়নাল ও নাজমা দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ফোর্স ‎নিয়ে ঘটনাস্থলে যাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন