কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের আতঙ্কে অন্তত ৮০ নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়েছেন। দৌড়ে বের হওয়ার সময় ৫ জন নারী শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতালে এবং ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর দু’টি কোম্পানির নারী শ্রমিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এতে অনেকে ভয় পেয়ে প্যানিক অ্যাটাকের শিকার হন ও অজ্ঞান হয়ে পড়েন। তবে কোনো গুরুতর আহত নেই, সকলেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ জানান, সেখানে ৩০ জন নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে ইপিজেডের নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়ে বের হতে গিয়ে অনেকে পড়ে গিয়ে আহত হন এবং অনেকেই অফিসের মেঝেতে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।
প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।

