চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব হলরুমে সাধারণ সদস্যের সম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২০২৬ এক বছরের এ কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেনকে সভাপতি এবং আমার দেশ প্রতিনিধি শেখ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি যথাক্রমে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশা, প্রতিদিনের নিউজ প্রতিনিধি সালাউদ্দিন, বিশ্ববিদ্যালয় পরিক্রমা'র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান দুলাল, দৈনিক একাত্তর প্রতিনিধি ইসমাইল খান টিটু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক জনতার সংবাদ প্রতিনিধি পারভেজ পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক সংবাদ সারাবেলা প্রতিনিধি তুহিন ফয়েজ, কোষাধাক্ষ চাঁদপুর কণ্ঠ প্রতিনিধি বাবুল মুফতি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মাতৃ ভূমি প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাৎ হোসেন।
কার্যকরী কমিটির সম্মানিত সদস্য যথাক্রমে দৈনিক জনতা প্রতিনিধি রাকিবুল হাসান সোহাগ, আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি আলমাছ মিয়া, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন, ডেইলি দর্পন প্রতিনিধি লতিফ মিয়াজি, দৈনিক কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম।

