নোয়াখালীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ৪৮

নোয়াখালীর কবিরহাটে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সমাবেশপূর্ব মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবিরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ থেকে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম। কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ বিভিন্ন নেতারা।

মিছিল ও লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত এলাকা ঘোষনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, কোনো চাঁদাবাজ ও মাদক কারবারির ঠিকানা এ অঞ্চলে হবে না।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত