জড়িত চক্র ওয়াসা ও ব্যাংকের
জমির উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম ওয়াসার বিলের টাকা আত্মসাৎ করছিলেন ওয়াসারই একটি সংঘবদ্ধ চক্র। ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে গ্রাহকের এসব কিস্তির টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে, ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পাঁচ ব্যাংক কর্মকর্তাও জড়িত বলে প্রমাণ মিলেছে।
সোমবার বিকেলে দু’জনকে আটক করা হয়। আটক করার পর দু’জন টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আটক দু’জন হলেন কম্পিউটার অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষ।
ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট লুৎফি জাহান চকবাজার থানায় মামলার আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম।
ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার বড় বড় গ্রাহক রয়েছেন। যাদের মাসিক বিল ৫ থেকে ১০ লাখ টাকা। এসব গ্রাহকদের অনেক সময় এক, দুই বছরের বিলও বকেয়া থাকে। তখন এসব গ্রাহকরা ওয়াসার অনুমোদনে কিস্তিতে টাকা পরিশোধ করেন। গ্রাহকরা কিস্তির টাকা পরিশোধ করে মিডল্যান্ড ব্যাংক, সাউটইস্ট ব্যাংক, জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংকে।
কিন্তু কিছু কিছু গ্রাহক সম্প্রতি অভিযোগ করেছেন তারা কিস্তির টাকা পরিশোধ করেছেন। কিন্তু ওয়াসার অর্থ বিভাগ এসব টাকা জমা হয়নি বলে জানায়। তারপর তদন্ত করে দেখেন, ওয়াসার কম্পিউটার অপারেটর ও ব্যাংকের কর্মকর্তারা জালিয়াতি করে টাকা আত্মসাৎ করেছেন। এসব টাকা আত্মসাৎ হয়ে আসছে ২০১৬ সাল থেকে।
প্রাথমিকভাবে জানা যায়, এ চক্রের মূলে দু’জন আজমির হোসেন ও মিঠুন ঘোষ। চকবাজার থানা পুলিশ এই দুজনকেআটক করে থানায় নিয়ে আসে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনেয়ার পাশা আমার দেশকে বলেন, টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পুলিশ ভালো বলতে পারবে। তবে, আমার পক্ষ থেকে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার বিলের টাকা আত্মসাৎ করছিলেন ওয়াসারই একটি সংঘবদ্ধ চক্র। ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে গ্রাহকের এসব কিস্তির টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে, ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পাঁচ ব্যাংক কর্মকর্তাও জড়িত বলে প্রমাণ মিলেছে।
সোমবার বিকেলে দু’জনকে আটক করা হয়। আটক করার পর দু’জন টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আটক দু’জন হলেন কম্পিউটার অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষ।
ওয়াসার সিস্টেম অ্যানালিস্ট লুৎফি জাহান চকবাজার থানায় মামলার আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম।
ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার বড় বড় গ্রাহক রয়েছেন। যাদের মাসিক বিল ৫ থেকে ১০ লাখ টাকা। এসব গ্রাহকদের অনেক সময় এক, দুই বছরের বিলও বকেয়া থাকে। তখন এসব গ্রাহকরা ওয়াসার অনুমোদনে কিস্তিতে টাকা পরিশোধ করেন। গ্রাহকরা কিস্তির টাকা পরিশোধ করে মিডল্যান্ড ব্যাংক, সাউটইস্ট ব্যাংক, জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংকে।
কিন্তু কিছু কিছু গ্রাহক সম্প্রতি অভিযোগ করেছেন তারা কিস্তির টাকা পরিশোধ করেছেন। কিন্তু ওয়াসার অর্থ বিভাগ এসব টাকা জমা হয়নি বলে জানায়। তারপর তদন্ত করে দেখেন, ওয়াসার কম্পিউটার অপারেটর ও ব্যাংকের কর্মকর্তারা জালিয়াতি করে টাকা আত্মসাৎ করেছেন। এসব টাকা আত্মসাৎ হয়ে আসছে ২০১৬ সাল থেকে।
প্রাথমিকভাবে জানা যায়, এ চক্রের মূলে দু’জন আজমির হোসেন ও মিঠুন ঘোষ। চকবাজার থানা পুলিশ এই দুজনকেআটক করে থানায় নিয়ে আসে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনেয়ার পাশা আমার দেশকে বলেন, টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পুলিশ ভালো বলতে পারবে। তবে, আমার পক্ষ থেকে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৪ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৩ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে