ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘোষিত সময়ে অত্যন্ত উৎসাহ উদ্দিপনার মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রশাসন এবং নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদি নির্বাচন উৎসবমুখর হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহলে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা-মহানগর ইমাম–খতীব কনফারেন্সে এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারাদেশে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সু রক্ষায় নীতিমালা প্রনোয়ন করেছে সরকার, যারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের পাশে সব সময় কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা আরো বলেন, নীতিমালায় নিয়ে আসা হবে, যাতে করে তারা কোন বৈষম্যের শিকার হলে সু রক্ষা বা আইনের আশ্রয় নিতে পারে।
মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মডেল মসজিদ গুলোতে বিদ্যূৎ সাশ্যয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান।
সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকীসহ নেতৃবৃন্দরা।

