তিতাসে মাটি লুটের উৎসব

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১: ৫৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে বাঁধ দিয়ে চলছে মাটি কাটার উৎসব। প্রশাসনের একাধিক অভিযানেও থামছে না মাটিখেকোরা। ফলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ।

জানা গেছে, মাটি কাটার জন্য উপজেলার বনগজ গ্রামে তিতাস নদীতে নতুন করে তিনটি বাঁধ নির্মাণ করা হয়েছে। আর সন্ধ্যার পর আশপাশের জমি থেকে ভেকুতে মাটি কেটে প্রতিদিন প্রায় ৫০ ট্রাক নেয়া হয় বিভিন্ন স্থানে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের আমলে মাটি লুটে নিতেন সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল ও তার লোকজন। সরকার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও মালিক বদল হয়ে ফের এ অবৈধ কাজ শুরু হয়। স্থানীয় প্রভাবশালী চক্রের মালিকানায় এ কাজে নেতৃত্ব দিচ্ছেন রমজান। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করলেও মাটি কাটা বন্ধ হয়নি।

বনগজ গ্রামের কৃষক ফজলুর রহমান ও শাহজাহান বলেন, নদীতে বাঁধ থাকায় জমিতে পানি দেওয়া যাচ্ছে না। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহি জানান, তিতাস নদীর সব বাঁধ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত