আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী- ১ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তার নিজ আসনের পরশুরাম উপজেলায় গণদোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী- ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে গণদোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ খালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোশেদ আলম মিলন।
গণদোয়া উপলক্ষে স্কুল মাঠে উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ও পৌর এলাকার সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের ফরিয়াদে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

