আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চকরিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালন

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

চকরিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালন
ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।এসময় দাঁড়িপাল্লা সমর্থকদের উপস্থিতিতে চকরিয়া পৌর শহরে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এর আগে চকরিয়া পৌর বাসটার্মিনালে দাঁড়িপাল্লার সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, সাম্য, মানবিকতা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বাংলাদেশে ‘জুলাই জাতীয় সনদ’কে সাংবিধানিক রূপ দিতে গণভোটে হ্যা এর পক্ষে রায় দেয়ারও আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জামায়াতের চকরিয়া-পেকুয়া আসনের পরিচালক আখতার আহমদ ও ইসলামী ছাত্র শিবিরের কক্সবাজার জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশের সকল স্থরের মানুষ আজ জেগে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা নতুন বাংলাদেশ গঠনের পক্ষে রায় দিবে। নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনও চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক প্রমুখ। সমাবেশ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে চট্টগ্রাম- মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...