এই বর্ষায়ই সুফল পাবে চট্টগ্রামবাসী: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১৫: ৫০

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতি হয়েছে দাবি করে এই বর্ষায়ই নগরবাসী সুফল পাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

বিজ্ঞাপন

রোববার সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে চলমান জলাবদ্ধতা নিরসন কাজের পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ২০১৭ সাল থেকে প্রতি বছর মিথ্যা আশ্বাস দিয়ে শুধু বরাদ্দের টাকা লুটপাট করা হয়েছে। পরিকল্পিত কিছুই হয়নি। আর তাই হাজার হাজার কোটি টাকা অপচয় হলেও জনগণ কোনো সুফল পায়নি।

তবে প্রধান উপদেষ্টার নির্দেশে চট্টগ্রামবাসী যাতে প্রকল্পের সুফল পায় সে ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখতে সরকারি সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া আছে। এছাড়া সরকারের ৭ জন উপদেষ্টা নিয়মিত বিরতিতে কার্যক্রম পরিদর্শন শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। আশা করা যাচ্ছে এই বর্ষায়ই জলাবদ্ধতা পুরোপুরি নিরসন না হলেও সহনীয় থাকবে। তবে এর জন্য নগরবাসীকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের সব প্রতিষ্ঠানের প্রচারণা সত্বেও এখনো খালে ময়লা ফেলার প্রবণতা কমেনি। এভাবে চললে লাখো কোটি টাকা ব্যায় করেও কোন লাভ হবে না। জলাবদ্ধতার অভিশাপ থেকে চট্টগ্রামবাসীকে মুক্তি দিতে সরকার আন্তরিক এখন নগরবাসীকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সঙ্গে বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত