আমার দেশ

সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্র বলছে, সালাহউদ্দিন আহমদ নিজেও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন।

অধ্যাপক মো. মাইমুল আহসান খান একজন বাংলাদেশি আইনশাস্ত্রবিদ ও তুলনামূলক আইনের পণ্ডিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সাবেক অধ্যাপক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করেছেন। তিনি আইনশাস্ত্র, ইসলামী আইন, এবং আন্তর্জাতিক বাণিজ্যিক আইনের মতো বিষয়ে বিশেষজ্ঞ।

তিনি লিডিং ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের ডিন হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন