টেকনাফে ট্রলারডুবি, ৬ জেলে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৩: ০২

সমুদ্রে ডুবতে থাকা ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত রোববার এমভি আবুল হাশেম নামক ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেসহ সমুদ্রে গিয়েছিল। সেই বোটটি সোমবার বেলা ২টার দিকে মাছ ধরে ফেরার সময় তীব্র ঢেউ এবং স্রোতের কারণে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় ডুবতে থাকে। ওই সময় স্থানীয় একজন জেলের মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, বিষয়টি জেনে কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশন সদস্যরা অভিযান চালিয়ে ৬ জন জেলেকে জীবিত করেন।

পরে উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত