ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে (নবীনগর) দলীয় টিকিকের আশায় কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো. মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক এর কাছ থেকে এ মনোনয়ন সংগ্রহ করা হয়।
কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আবু সায়েদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুরকানুল ইসলাম, জেলা বিএনপির সদস্য একেএম হাবীবুর রহমান খায়ের, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম সফিক মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুলসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
মনোনয়ন সংগ্রহ করে বিএনপি নেতা একেএম হাবীবুর রহমান খায়ের বলেন, আমরা আশাবাদী কাজী নাজমুল হোসেন তাপস পুনর্বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পাবেন।
মো. আবু সায়েদ বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজী নাজমুল হোসেন তাপসের বিকল্প নেই। কারণ নবীনগরের জনমত জরিপ কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে রয়েছে।
মনোনয়ন সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, তফসিল ঘোষণার পর আজই প্রথম ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে (নবীনগর) কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

