ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোরাদ হোসেন গ্রেপ্তার হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আজ রাতেই তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন।

