কুমিল্লার মেঘনা উপজেলা সাবরেজিস্ট্রারের অস্থায়ী অফিস থেকে আজ সকাল ৮টায় স্থানীয় সাপুড়েরা দুটি বড় বিষধর সাপ ও ১১টি সাপের বাচ্চা উদ্ধার করেছে। তিন দিন ধরে সাপের কারণে এখানে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে।
সাবরেজিস্ট্রারের অস্থায়ী অফিসের পাশেই গরুর খামার, আশপাশে জলা ও ঝোপঝাড় থাকায় নিয়মিত সাপ ঢুকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা মানুষ আতঙ্কে রয়েছেন।
এলাকাবাসী দ্রুত অফিসটি নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তবে মানিকারচর ইউনিয়নের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসটি স্থানান্তরের ষড়যন্ত্র মনে করছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে এই অফিস নিয়ে ঝাড়ু মিছিল করেছেন মানিকারচর ইউনিয়নের বাসিন্দারা।

