আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

কুমিল্লায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির মহানগর কমিটি। আগামী ৩০ জানুয়ারি নগরীর টাউন হল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বুধবার বেলা ১১টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে মহানগর জামায়াত ।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীর উদ্দেশে বক্তব্য দেবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

জনসভায় ১১ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় নেতরা বক্তব্য দেবেন। জনসভায় ১৫০টি মাইকের পাশাপাশি পুরো টাউন হল মাঠে সাউন্ড সিস্টেম থাকবে। বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে স্টেইজ থাকবে বলে জানান নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...