আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উখিয়ায় গভীর রাতে পাহাড় কাটার সময় ডাম্পার জব্দ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় গভীর রাতে পাহাড় কাটার সময় ডাম্পার জব্দ
ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া ও রাজারকুল রেঞ্জের যৌথ অভিযানে পাহাড় কাটার সময় একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজারকুল রেঞ্জের আপাররুজু বিটের থোয়াইংগাকাটা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার গাড়ি জব্দ করা হলেও গাড়ির চালক কৌশলে পালিয়ে যান। জব্দকৃত গাড়িটির কোনো বৈধ কাগজ না থাকায় তাৎক্ষণিকভাবে মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ও রাজারকুল রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযান চালান। অভিযান টের পেয়ে পাহাড় কাটার কাজে জড়িতরা পালিয়ে গেলেও ডাম্পার জব্দ করতে সক্ষম হয় বন বিভাগ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, বনভূমি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন