আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুতুবদিয়ায় এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কুতুবদিয়ায় এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় প্রায় ২০ বছর পর আদালতের রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মাতবরপাড়ার মোহাম্মদ ইউসুফ মাতবরের ছেলে রুস্তম মাতবর, গোলাম মোস্তফার ছেলে সোহেল মাতবর, আবু তাহের চৌধুরীর ছেলে মো. জুয়েল মাতবর এবং মোহাম্মদ তাহের মাতবরের ছেলে মো. ফরহাদ মাতবর। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফরহাদ মাতবর বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং বাকি তিনজন দেশের বাইরে পলাতক বলে জানা গেছে।

খালাসপ্রাপ্ত চার আসামি হলেন— রুস্তম মাতবরের দুই ভাই সাজ্জাদ মাতবর ও আরাফাত মাতবর এবং ছোটন ও সৈয়দ।

মামলার বিবরণে জানা যায়, কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ মাতবরপাড়ার মরহুম মোহাম্মদ কাশেম মাতবরের ছেলে সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় বড়ঘোপ বাজার থেকে রিকশায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এ ঘটনায় রুবেলের মা মমতাজ সুফিয়া বেগম বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতার কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম তেমন অগ্রগতি পায়নি। সর্বশেষ ২০২৩ সালে মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

নিহত রুবেলের ছোট ভাই ও মামলার পরিবর্তিত বাদী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বলেন, প্রায় দুই দশক পর এ রায় ঘোষিত হলেও তারা পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তাদের জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত এ রায়কে কেন্দ্র করে কুতুবদিয়া এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন