আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় অবস্থিত জুতা তৈরির কারখানা ‘এক্সেল শো’-তে ৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ইপিজেড মোড়ে আধাঘণ্টার মতো সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ জানালে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. সোলাইমান বলেন, এক্সেল শো’ নামের একটি প্রতিষ্ঠান ৪০ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে নোটিশ দেয়।

মালিকপক্ষের অভিযোগ, এই শ্রমিকরা সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাদের সব পাওনা পরিশোধ করেই চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তারা তাতেই সন্তুষ্ট না হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আমাদের হস্তক্ষেপে ২০ মিনিটের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়।

ছাঁটাই হওয়া নাজমা বেগম নামে এক নারী শ্রমিক বলেন, হঠাৎ করে আমাদের চাকরি থেকে বের করে দিল। কোনো আগাম সতর্কতা বা কারণ দেখানো হয়নি। আমরা তো এতদিন ধরে এখানে কাজ করছি, এখন এমন করে বের করে দিলে আমরা খাব কী, চলব কীভাবে?

আরেক শ্রমিক জসিম উদ্দিন জানান, আমরা কেউ কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি। এটা একটা অজুহাত মাত্র। মালিকপক্ষ যেভাবে আমাদের ছাঁটাই করল, তাতে আমরা অপমানিত বোধ করেছি। তাই প্রতিবাদ করেছি।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, তাদের পুনর্বহাল করা হোক এবং চাকরিচ্যুতির পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হোক। তবে পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে যাতে সুষ্ঠু সমাধান পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...