উপজেলা প্রতিনিধি, তিতাস ও হোমনা (কুমিল্লা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে কুমিল্লা-২ হোমনা উপজেলার সাথে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিতাস-হোমনা উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে তিতাস উপজেলার সদর কড়িকান্দি বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে হোমনায় বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম জহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, নাজমা হক, পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো: নাইমসহ তিতাস ও হোমনা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ১৫ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্যে এপিএস মতিন খান নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুনভাবে অন্তর্ভুক্ত উপজেলা আগে থেকেই কুমিল্লা-২ নির্বাচনি এলাকারই ছিল। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে সুবিধা দেয়ার জন্য এলাকাটি পুনর্বিন্যাস করে সাবেক সিইসি রকিবুদ্দিন কমিশন। এই আসন পুনর্বহালের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এই সিদ্ধান্তে হোমনা ও তিতাস উপজেলার জনগণ রাজনৈতিকভাবে নতুন করে অনুপ্রাণিত হবে।
তিনি আরো জানান, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার নিরিখে তিতাস-হোমনা অন্য নির্বাচনি এলাকায় থাকার কোনো কারণ নেই। ইসির পুনর্নির্ধারিত এ সীমানা যথার্থ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ সংসদীয় আসন চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে কুমিল্লা-২ হোমনা উপজেলার সাথে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিতাস-হোমনা উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে তিতাস উপজেলার সদর কড়িকান্দি বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে হোমনায় বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম জহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, নাজমা হক, পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো: নাইমসহ তিতাস ও হোমনা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ১৫ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্যে এপিএস মতিন খান নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুনভাবে অন্তর্ভুক্ত উপজেলা আগে থেকেই কুমিল্লা-২ নির্বাচনি এলাকারই ছিল। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে সুবিধা দেয়ার জন্য এলাকাটি পুনর্বিন্যাস করে সাবেক সিইসি রকিবুদ্দিন কমিশন। এই আসন পুনর্বহালের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এই সিদ্ধান্তে হোমনা ও তিতাস উপজেলার জনগণ রাজনৈতিকভাবে নতুন করে অনুপ্রাণিত হবে।
তিনি আরো জানান, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার নিরিখে তিতাস-হোমনা অন্য নির্বাচনি এলাকায় থাকার কোনো কারণ নেই। ইসির পুনর্নির্ধারিত এ সীমানা যথার্থ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ সংসদীয় আসন চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪০ মিনিট আগে