চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া শিশু নূর মোহাম্মদের (৫) লাশ চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছে। আজ এ ঘটনা ঘটে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে।
জানা যায়, ইছাপুরা গ্রামের নূর আলমের ছেলে নূর মোহাম্মদ মায়ের সঙ্গে পুকুর পাড়ে যায়। এ সময় পরিবারের সবাই পুকুরে গোসল করতে নামে। নুর মোহাম্মদ তখন পুকুর পাড়ে দাঁড়ানো ছিল। একপর্যায়ে পা ফসকে শিশুটি পানিতে পড়ে যায়।
পরে শিশুটির মা সুমি বেগম, ফুফু, খালু পুকুরে খোঁজাখুঁজি করে না পেলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
দুপুরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সহযোগিতায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন জানান, ড্রেজারের মাধ্যমে মাটি তোলায় পুকুরটি অনেক গভীর হয়। শিশুটি পা ফসকে পুকুরের গভীরে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে প্রায় ৪০-৪৫ ফুট গভীর থেকে শিশুটির লাশ উদ্ধার করি।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, ইছাপুরা গ্রামে পানিতে পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে সেখানে এসআই সায়েমকে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

