আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাঁশখালীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি বিএনপি নেতার

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়ায় ভেঙে পড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

রোববার বিকেলে তিনি খানখানাবাদের প্রেমাশিয়ায় আকস্মিকভাবে ভেঙে পড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি উপকূলবাসীকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

বিজ্ঞাপন

উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা। সাম্প্রতিক সময়ে ৩ কোটি টাকার অধিক টাকা ব্যয়ে ওই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও নানা অনিয়মের কারণে বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়ে বেড়িবাঁধের প্রেমাশিয়া অংশ ভেঙে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন