আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায়  একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক মাহবুব আলম এবং দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদাম মালিক মাহবুব আলম এবং শনিবার রাতে দুই শ্রমিকসহ ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাহবুবুর মারা যান। তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃতদের মধ্যে মাহবুব আলম বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কবির আহমদের ছেলে, এবং নিহত দুই শ্রমিক হলেন মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা ছিলেন, আর ইউসুফ কক্সবাজার জেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে বৈলতলীতে বসবাস করছিলেন।

গত বুধবার ভোরে গুদামটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তে আগুনে পুড়ে যায়। বিস্ফোরণের পর গুদামটির আশপাশে ব্যাপক ধ্বংসাবশেষ তৈরি হয়, এবং আহত হন ১০ জন। জানা গেছে, গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হত, যা বিস্ফোরণের কারণ হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমা জানান, গুদাম মালিক মাহবুব আলমের মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুযায়ী তার লাশ এলাকায় আনার কাজ চলছে। শ্রমিকদের লাশও দাফন করা হয়েছে। এ নিয়ে তিনজন মারা গেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন