আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু’গ্রপে সংঘর্ষ: অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু’গ্রপে সংঘর্ষ: অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় ও ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় একটি দেশীয় অস্ত্র উদ্বার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্বার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...