আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আখাউড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পরিচয়হীন আনুমানিক ৫০ বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) আখাউড়া পেরৗসভার দেবগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে রেলওয়ে পুলিশ এই লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের পাশে এই লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠায়।

এই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআই বিশেষজ্ঞ দল লাশের আঙুলের ছাপ নিয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন