আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলীকদমে কৃষকের জালে ধরা পড়ল বিশাল অজগর

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)
আলীকদমে কৃষকের জালে ধরা পড়ল বিশাল অজগর

বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষকের সবজি ক্ষেতের জালে একটি বিশাল অজগর সাপ ধরা পড়েছে। উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়ার কৃষক মাওলানা শামশুল হুদার ক্ষেতে সাপটি আটকে যায়।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছেন।

কৃষক শামশুল হুদা জানান, সম্ভবত শনিবার রাতে অজগরটি তার ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু ক্ষেতের চারপাশে জাল দিয়ে ঘেরা থাকায় সাত ফুট লম্বা সাপটি সেখানেই আটকে যায়। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে তিনি সাপটিকে দেখতে পান এবং বন বিভাগে খবর দেন।

খবর পেয়ে লামা বন বিভাগের মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশে বিট কর্মকর্তা মো. রনি পারভেজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন