আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানকে যে বার্তা দিতে চান ফেনীর জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা

জেলা প্রতিনিধি, ফেনী

তারেক রহমানকে যে বার্তা দিতে চান ফেনীর জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা

ফেনীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার ফেনী পাইলট স্কুল মাঠে জেলা বিএনপির জনসভায় বক্তব্য দেবেন তিন। এছাড়া সভামঞ্চে সাক্ষাৎ করবেন ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও গুলিতে নিহত ৮ শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে।

তাদের সভাস্থালে আনা ও নির্দিষ্ট স্থানে বসানো এবং আপ্পায়নসহ নিরাপদে বাড়িতে পৌঁছানোর জন্য বিএনপির পক্ষ থেকে আলাদা একটি টিমকে দায়িত্ব দেয়া হয়েছে। এরইমধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের আমন্ত্রণপত্র ও সভাস্থলে প্রবেশের জন্য অনুমতিপত্র পৌঁছানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যানের সাথে সাক্ষাতে যাওয়ার জন্য প্রস্তুত জানিয়ে শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা মাহফুজা আক্তার আমার দেশকে বলেন তিনি দাবি জানাবেন,সন্তানসহ জুলাই বিপ্লবে শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচারের। একই সাথে মামলার আসামীদের যেন চার্জশিট থেকে বাদ না দেয়া হয় সে বার্তা দেবেন তারেক রহমানকে।

শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবনের পিতা নেছার আহমেদ জানান, তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। তার সন্তানসহ জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিএনপি ক্ষমতায় এলে ভূমিকা কি হবে-সে কথা জানতে চাইবেন তিনি।

শহীদ জাকির হোসেনের মা কহিনুর বেগম জানান,বিএনপি ও তারেক রহমানের পক্ষ থেকে এরইমধ্যে তার পরিবারকে নানাভাবে সহযোগীতা করা হয়েছে। এখন ছেলে হত্যার বিচার দেখার অপেক্ষায় তিনি। তারেক রহমানকে সেই দাবিই জানাবেন তিনি।

এছাড়া এখনো বুলেটের আঘাত নিয়ে বেঁচে আছেন তালিকাভুক্ত জুলাইযোদ্বা দাগনভূঞার যুবদল নেতা নাছির উদ্দিন। তিনি বলেন এখন চাওয়া ন্যায় বিচার, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে মর্যদা দেবে এমন প্রত্যাশা তার।

একই বক্তব্য জামশেদ রহমান নামে আরেক যোদ্ধার, তিনি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। এখনো তার শরীরে কয়েকটি বুলেট রয়ে গেছে। তারপরও তিনি বেঁচে আছেন সঠিক বিচার দেখার অপেক্ষা নিয়ে।

এদিকে, জুলাই অভ্যুত্থানের ঘটনায় ৮ হত্যসহ ২২টি মামলার বাদি পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁঞা আমার দেশকে জানান, সব বাদিরই একটি দাবি সঠিক বিচার নিশ্চিত করা। বিভিন্ন সময় মামলা থেকে আসামীদের বাদ দেয়ার ষড়যন্ত্র হলেও বাদি ও প্রশাসনের সচেতনতার কারনে তা সম্ভ হয়নি বলেও জানান মেজবাহ।

প্রসঙ্গত,২০২৪ সালের ৪ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরতলীর মহিপালে আওয়ামী লীগের হামলা ও গুলিতে আন্দোলনরত ৮ জন নিহত হন। আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ আহত হন আরো শতাধিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...