নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৪

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই হামলা ও ভাঙছুর ও সড়ক অবরোধ এর ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে সড়কের পাশে অবৈধ ভাবে থাকা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনা স্থলে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে দুপুর একটা দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীতে বাস, প্রাইভেট কার ও মাইক্রো চালকদের জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে স্ট্যান্ডের জায়গা দেয়া হয়েছে। প্রাইভেটকার ও মাইক্রোচালকদের জন্য নোয়াখালী নতুন বাসস্ট্যান্ডের একটি অংশ নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু তারা সেখানে তাদের গাড়ি না রেখে নোয়াখালী জিলা স্কুলের সামনের প্রধান সড়কের উপরে এলোমেলো ভাবে তাদের গাড়ি রাখে এখানে গাড়ির স্ট্যান্ড গড়ে তোলে। এর দক্ষিণ পাশে শিক্ষা প্রকৌশল অফিসের সামনে অবৈধভাবে পিকাপ ও ভ্যান এর স্ট্যান্ড করা হয়েছে। এর ফলে নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী গার্লস স্কুল, হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় ও আল ফারুক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ জনসাধারণের চলাচল ব্যাপক বাধাগ্রস্ত হয়ে আসছে। এতে পুরো শহর জুড়ে যানজট তৈরি হয়। বিভিন্ন সময়ে তাদেরকে একাধিকবার এ বিষয়ে নিষেধ করা হলেও তারা আইনের তোয়াক্কা করছেন না। অভিযোগ রয়েছে বিগত আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে শ্রমিকলীগের অনুসারীরা এ স্ট্যান্ড গড়ে তুলে। এ স্ট্যান্ডের চাঁদার ভাগ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদেরকে দেওয়া হতো।

এ ঘটনায় নোয়াখালী সুধারাম থানার ওসি তদন্ত আবু তাহের জানান, নিয়মিত মোবাইল কোর্ট এর অংশ হিসেবে অবৈধ পার্কিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখলদারদের গাড়ি সরে নিতে অনুরোধ করা হয়েছে, তারা না শুনে প্রশাসনের সাথে বিরোধ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ রেব সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগৌ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নিয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বিকেল সাড়ে ৪টার সময় বলেন, অবৈধ দখল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ধারাবাহিক ভাবে চলমান রয়েছে। মাইক্রো স্ট্যান্ড এর জন্য নির্দিষ্ট জায়গা থাকার পরেও দীর্ঘদিন থেকে নোয়াখালী জেলা স্কুলের সামনের সড়ক অবৈধভাবে দখল করে মাইক্রো স্ট্যান্ড করেছে দুর্বৃত্তরা। জেলা প্রশাসনের টিম আজ উচ্ছেদ অভিযানে গেলে দুর্বৃত্তরা জেলা প্রশাসনের গাড়িতে হামলা ভাঙচুর করে। একই সময় অন্যায়ভাবে সড়ক অবরোধ করে যান চলাচল বাধাগ্রস্ত করে ও জনদুর্ভোগ সৃষ্টি করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত