চট্টগ্রামের ফটিকছড়িতে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার খিরাম-নানুপুর সড়কের লম্বাটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী শাকিল খিরাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বাড়ির আব্দুল কাদেরের ছেলে। এ দুর্ঘটনায় আলাউদ্দীন তালুকদার (৩৯) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত শাকিল ও আহত আলাউদ্দীন মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে শাকিলের গ্রামের বাড়ি খিরাম ইউনিয়নের মগকাটা গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দীন তালুকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ফিরে এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

