আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম। সোমবার সকালে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে বরণ করে নেন।

বিজ্ঞাপন

এর আগে মো. আবু মুছা ২০০৯ সাল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। তিনি রোববার (৩১ আগস্ট) বিদায় নিয়ে অবসরে চলে গেছেন।

কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম বলেন, ব্রিটিশ থেকে শুরু করে সুদীর্ঘকাল যারা প্রধান শিক্ষকের চেয়ারে ছিলেন তারা ছিলেন জ্ঞানের মহিমায় ভাস্বর। তাদের তুলনায় আমরা সিন্ধুর মাঝে বিন্ধুতুল্য। তাদের দেখানো পথে এক ঝাঁক শিক্ষক নিয়ে সরকারি বিধি মোতাবেক উক্ত জনপদে জ্ঞানের আলো বিতরণের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সম্মানিত অভিভাবকগণ আমাদের সহযোদ্ধা। শিক্ষার্থীরা আমাদের অক্সিজেন। গতানুগতিক মুখস্থ বিদ্যা পরিহার করে সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার্থী তৈরি করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তাই আমার সর্বোচ্চ আন্তরিকতা ও মেধা দিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরসলভাবে কাজ করে যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন