ছোট হরিণা জোনে মতবিনিময় সভা, অনুদান দিলো বিজিবি

উপজেলা প্রতিনিধি, বরকল (রাঙামাটি)
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৩: ২৯
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২০: ০৬

ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোনের উদ্যোগে ১৬ অক্টোবর ভুষনছড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, পাহাড় নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো প্রতিনিয়তই গুজব ছড়িয়ে ও সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে পাহাড়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। পাহাড়ের শান্তি-শৃঙ্খলার জন্য পাহাড়ি-বাঙালি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারকে ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, সিমেন্ট, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, সেলাই মেশিন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগসহ দেড় লাখ টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ সময় মেডিক্যাল অফিসার, ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের লাগাতার আন্দোলন নিয়ে প্রশ্ন

গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

গৌরীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত