উপজেলা প্রতিনিধি, বরকল (রাঙামাটি)
ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোনের উদ্যোগে ১৬ অক্টোবর ভুষনছড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, পাহাড় নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো প্রতিনিয়তই গুজব ছড়িয়ে ও সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে পাহাড়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। পাহাড়ের শান্তি-শৃঙ্খলার জন্য পাহাড়ি-বাঙালি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারকে ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, সিমেন্ট, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, সেলাই মেশিন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগসহ দেড় লাখ টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় মেডিক্যাল অফিসার, ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোনের উদ্যোগে ১৬ অক্টোবর ভুষনছড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, পাহাড় নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো প্রতিনিয়তই গুজব ছড়িয়ে ও সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে পাহাড়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। পাহাড়ের শান্তি-শৃঙ্খলার জন্য পাহাড়ি-বাঙালি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারকে ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, সিমেন্ট, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, সেলাই মেশিন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগসহ দেড় লাখ টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় মেডিক্যাল অফিসার, ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১৩ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৩২ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
১ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
২ ঘণ্টা আগে