ইয়াবাসহ ধরা খেলেন দেবর-ভাবি

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৫২

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ নারীসহ দুজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। রোববার রাতে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবু বক্করের ছেলে মো. সেলিম ও জি-১০ ব্লকের জামালের স্ত্রী আসমা আক্তার। তারা সম্পর্কে দেবর-ভাবি।

বিজ্ঞাপন

এপিবিএনের সহ অধিনায়ক সুদীপ্ত রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সেলিম ও আসমাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত